বন্যার্তদের সাহায্যের জন্য শিক্ষার্থীদের জন্য জরুরী নোটিশ শিক্ষার্থীদের জন্য জরুরী নোটিশ ক্লাস পার্টি উপলক্ষ্যে জরুরি আলোচনা সভা

Home

blank
blank
blank
blank
DSC02846

সামছুদ্দিন আহাম্মদ স্বজল

চেয়ারম্যান

চেয়ারম্যান মহোদয়ের বাণী

বিসমিল্লাহিরন রাহমানির রাহিম
আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার দাবি নিয়ে প্রতিটি শিশু জন্ম গ্রহণ করে। আর তা সম্ভব হতে পারে উপযুক্ত শিক্ষার মাধ্যমে। দেহ, মনে ফুলের কোমলতায়, ঠোটে নির্মল ও প্রাণবন্ত হাসি নিয়ে আজকের পৃথিবীতে যে সম্ভাবনাময় মানব শিশুর আগমন, সেই শিশুই আগামী দিনের সু-নাগরিক। পিতা-মাতা তথা দেশের আকাঙ্খার প্রতীক। একজন আদর্শ অভিভাবক কেবলমাত্র সুশিক্ষা প্রদানের মাধ্যমেই তার সন্তানের প্রতি এ দায়িত্ব পালন করতে পারেন।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা যথেষ্ট। কিন্তু "সুযোগ্য মানুষ” তৈরীর মত উন্নতমানের প্রতিষ্ঠানের খুবই অভাব। এই অভাব দূর করণার্থে সুন্দর মনোরম ও মুক্ত পরিবেশে ১৯৯৪ সালে "রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজ” নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। শুরু থেকেই সুযোগ্য শিক্ষক/শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে এবং দক্ষ পরিচালনায় অচিরেই এর পরিসর ক্রমান্বয়ে বাড়তে থাকে।
ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশে, চরিত্র গঠনে ও প্রয়োজনীয় শিক্ষাদানে আমরা সচেতন এবং নিয়োজিত। এই প্রক্রিয়ায় শুধু শিক্ষক/শিক্ষিকার প্রচেষ্টাই যথেষ্ট নয়। অভিভাবকদের সক্রিয় সহযোগিতা, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুর সার্বিক উন্নয়নে আপনাদের গঠনমূলক অভিমত সাদরে গৃহিত হবে। নববর্ষের শুভেচ্ছাসহ আপনাদের শুভ কামনা করে শেষ করছি।

সামছুদ্দিন আহাম্মদ স্বজল
চেয়ারম্যান
রেডিয়‍্যান্ট স্কুল অ্যান্ড কলেজ

blank
DSC02810
blank

এস.এম. সজল

অধ্যক্ষ ও পরিচালক

অধ্যক্ষ ও পরিচালক মহোদয়ের বাণী

বিসমিল্লাহিরন রাহমানির রাহিম
সকল প্রশংসা মহান আল্লাহ্ তা'য়ালার জন্য। যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সর্ব প্রথম শিক্ষা দিয়েছেন “পড়” যেহেতু জ্ঞান সাধনা সকলের জন্য অপরিহার্য, তাই শিশুদের জন্য দরকার একটি শান্ত সুনির্মল পরিবেশ। যেখানে শিশু তার শিক্ষা গ্রহণ করে আনন্দ ও বিনোদনের মাধ্যমে। উচ্চ আদর্শ, শ্রেষ্ঠ উপকরণের মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতার সহিত এ মহান কর্ম সম্পাদন করে আসছে রেডিয়‍্যান্ট স্কুল অ্যান্ড কলেজ।
খুবই অল্প সময়ের ব্যবধানে সুনাম, সুখ্যাতি ও ব্যতিক্রম ধর্মী শিক্ষা পদ্ধতির উৎকর্ষে ইতোমধ্যে এ প্রতিষ্ঠান উন্নিত হয়েছে। যুগের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা গভীর পরিকল্পনার মাধ্যমে যুগোপযোগী শিক্ষা পদ্ধতি চালু করেছি।
যেদিন থেকে এই পেশায় নিজেকে নিয়োজিত করেছি, সেদিন থেকেই জাতির দরবারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে, একটি আদর্শ জাতি উপহার দেব। আর তাই আপনাদের পরামর্শ ও সহযোগিতা আমার পথ চলাকে করে দিবে সহজ থেকে সহজতর।
অধ্যক্ষ ও পরিচালক
রেডিয়্যান্ট স্কুল অ্যান্ড কলেজ

blank

রেডিয়‍্যান্ট স্কুল অ্যান্ড কলেজে আপনাকে স্বাগতম

স্বাগতম "আদর্শ শিক্ষায় শিক্ষিত সন্তান মা বাবার শ্রেষ্ঠ সম্পদ" জাতির প্রয়োজনে শ্রেষ্ঠ মানব সম্পদ তৈরীর মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে দক্ষিণ বনশ্রীতে আমাদের স্কুলের সর্বপ্রথম পথচলা। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরের প্রয়াস আমাদের। শিক্ষাদীক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ব্যাপক। আপনার সন্তানের ভিত্তি এবং ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের স্কুলে আপনাকে- স্বাগতম! স্থাপিত-১৯৯৪

blank

রেডিয়‍্যান্ট স্কুল অ্যান্ড কলেজে, ভবন-০১

স্বাগতম

"আদর্শ শিক্ষায় শিক্ষিত সন্তান মা বাবার শ্রেষ্ঠ সম্পদ" জাতির প্রয়োজনে শ্রেষ্ঠ মানব সম্পদ তৈরীর মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে দক্ষিণ বনশ্রীতে আমাদের স্কুলের সর্বপ্রথম পথচলা। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরের প্রয়াস আমাদের। শিক্ষাদীক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অত্র প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ব্যাপক।

আপনার সন্তানের ভিত্তি এবং ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের স্কুলে আপনাকে-স্বাগতম!

স্থাপিত-১৯৯৪

blank

রেডিয়‍্যান্ট স্কুল অ্যান্ড কলেজে , ভবন-০২

স্কুল পরিচিতি
রেডিয়‍্যান্ট স্কুল অ্যান্ড কলেজ-ঢাকা জেলার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রজেক্টে অবস্থিত।
স্কুলটি ০১/০১/১৯৯৪ খ্রীষ্টাব্দে স্থাপিত হয়।

blank
Follow us on Facebook

Annual Exam-2024

Days
Hours
Minutes
Seconds

ভিডিও সমূহ